বিয়ের ১৯ দিনের মাথায় ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

বিয়ের ১৯ দিনের মাথায় ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

সাভারের আশুলিয়ায় ছয়তলার ছাদ থেকে পড়ে নওরিন নুসরাত নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে ভাড়া বাড়ির ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। 

জানা যায়, গত ২১ জুলাই চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কলা কান্দা গ্রামের মৃত জহিরুল আলমের ছেলে ইব্রাহিম খলিলের সঙ্গে বিয়ে হয় নওরিনের। এরপর ঢাকার আশুলিয়ায় স্বামীর সঙ্গে বসবাস করছিলেন তিনি।

নওরিন টাঙ্গাইল সদর উপজেলার ইসলামবাগ গ্রামের খন্দকার নজরুল ইসলামের মেয়ে। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ইব্রাহিম খলিলকে আটক করেছে পুলিশ। স্বামী খলিল জানায়, তার সঙ্গে অভিমান করে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন নওরিন। 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জি এম আসলামুজ্জামান বলেন, তরুণীর মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের কারো অভিযোগ নেই। তবে কী কারণে মৃত্যু হয়েছে তাও স্পষ্ট নয়।

নওরিন নুসরাত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ এবং ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।