যাত্রীর অন্তর্বাসে ১ হাজার ইয়াবা

যাত্রীর অন্তর্বাসে ১ হাজার ইয়াবা

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাস থেকে স্যান্ডালিনা সাবানের মোড়কের ভেতরে লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ আরিফ হোসেন মজুমদার (২২) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার কুমিল্লা নোয়াখালী মহাসড়কের রামপুর এলাকায় আল বারাকা পরিবহন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফ হোসেন মজুমদার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শ্রীরামপুর গ্রামের রাজ বাড়ির মৃত আবদুল মান্নান মজুমদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী যাত্রীবাহী বাস আল বারাকা পরিবহনে অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় আরিফ হোসেন মজুমদারকে তল্লাশী করলে তার অন্তর্বাসের মধ্যে কালো স্কচট্যাপ দ্বারা মোড়ানো স্যান্ডালিনা সাবানের মোড়কের ভেতর থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় দুইটি মোবাইল জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোনাইমুড়ী থানায় দুইজনকে অভিযুক্ত করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার আরিফকে সোনাইমুড়ী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।