বিশ্বকাপে তামিমই অধিনায়ক

বিশ্বকাপে তামিমই অধিনায়ক

বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। আর ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপটা ওয়ানডে ফরম্যাটেই। সে হিসেবে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন তামিম ইকবালই। এটাই ছিল স্বাভাবিক হিসাব-নিকাশ। কিন্তু সব স্বাভাবিক হিসাব-নিকাশ কিছুদিন আগে এলোমেলো হয়ে গেছে। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে কে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন, সে প্রশ্নও সঙ্গত কারণে উঠে গেছে। কারণটা হলো, তামিমের হঠাৎ অবসরের ঘোষণা। যদিও প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম অবসর থেকে ফিরে এসেছেন।

অবসর ভেঙে ফিরলেও ইনজুরির কারণে এখনো শঙ্কায় তামিম ইকবালের এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলা। এর মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তার অধিনায়কত্বে থাকা নিয়েও। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন, দলে ফিরলে নেতৃত্বের ভার থাকবে তামিমের কাঁধেই।


আজ (রোববার) টিম হোটেলে নারী ক্রিকেট দলের জন্য বোনাস ঘোষণা দেওয়ার পর তামিম প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমি একটা সিম্পল জিনিস বলে দেই। বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে সেই অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো শিওর না, ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।


বিসিবি সভাপতি আরও বলেন, ‘আপনারাই বলেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যয়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না অবজেক্টিভটা কী বলার। দুই বছর ধরে তো ও যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই ওর অন্য কিছু আছে।’


‘এখন ও বলছে, একটা ডাক্তার দেখিয়েছে সে বলেছে ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে। ফাইন, যেটা লাগবে করবো আমরা। মানে আমরা এক পায়ে খাড়া। ওকে সুস্থ করার জন্য যা যা দরকার আমরা করতে রাজি আছি। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ মন্তব্য কেন করেছে আমি জানি না। আমাকে কখনো বলেনি।’

অনেকদিন ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন তামিম ইকবাল। সর্বশেষ সিরিজগুলোতেও তাকে অস্বস্তি নিয়ে ম্যাচ এবং অনুশীলনে অংশ নিতে দেখা গেছে। তবে এরই মাঝে তার আচমকা অবসর ঘোষণা এবং প্রধানমন্ত্রীর আহবানে সেই সিদ্ধান্ত বদলানোর পর তিনি বর্তমানে ছুটিতে আছেন। এরপরই চিকিৎসার কাজে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। এবার জানা গেল, চোট সারাতে তার অপারেশন লাগতে পারে।


চলতি সপ্তাহেই যুক্তরাজ্যে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম। সেখানে তার চোটের বর্তমান অবস্থা জানার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবেন ৩৪ বছর বয়সী এই ওপেনার। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন,‘তামিমের বর্তমান অবস্থা বিবেচনায় তিনটি সম্ভাব্য সমাধান রয়েছে- ইঞ্জেকশন, রিহ্যাবিলিটেশন ও অপারেশন। তামিমের এমন চোট সারাতে অপারেশন লাগতে পারে, তবে সেটি হতে পারে ওই প্রক্রিয়ার সর্বশেষ সমাধান। কেননা এই মুহূর্তে কোনো সার্জারিতে গেলে তাকে কমপক্ষে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।’


তিনি আরও বলছেন, ‘তবে এই মুহূর্তে তা সম্ভব কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন, আগামী তিন মাসের মধ্যে আমাদের বড় দুটি টুর্নামেন্ট রয়েছে। আমরা চিকিৎসক কী পরামর্শ দেন তা জানার অপেক্ষায় আছি। অপারেশন ছাড়াও রিহ্যাবিলিটেশন এবং ইঞ্জেকশনের অপশনও আছে তামিমের হাতে।’

এদিকে, বিশ্বকাপে মাশরাফি বিন মোর্ত্তজাকে মেন্টর হিসেবে দেখা যাবে কি না এই বিষয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘গণভবনে যা হয়েছে ওখানেই থাকুক, বাইরে বলা ঠিক না।’

সব ঠিক থাকলে বিশ্বকাপে দলপতি হয়ে প্রত্যাবর্তন হবে তামিম ইকবালের। তবে ভাগ্য যদি সহায় হয় তবে এশিয়া কাপেও তাকে দেখা যেতে পারে। আফগানিস্তান সিরিজ বাদ দিলে ওডিয়াইতে সর্বোচ্চ সাফল্য এসেছে তামিম ইকবালের হাত ধরেই। বিশ্বমঞ্চে তার মত অভিজ্ঞ অধিনায়ক থাকলে বিশ্বকাপ জয়ের আশা করাই যায়।