অবসর ভেঙে আবারও ফিরলেন তামিম

অবসর ভেঙে আবারও ফিরলেন তামিম

অবসর ভেঙে আবারও দলে ফিরলেন তামিম ইকবাল। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে  অবসর ভেঙে জাতীয় দলে আবারও ফিরলেন তামিম। তবে এই সিরিজ খেলা হচ্ছে না তামিম ইকবালের। ছুটি পেয়েছেন দেড় মাস।

উল্লেখ্য, এর আগেও ২০১৯ প্রধানমন্ত্রী খেলোয়ারদের মাঝে বিভেদ ঠিক করে ছিলেন।

তারই ধারাবাহিকতায় তামিমের মত ক্রিকেটারকে রেখেই এশিয়াকাপ, বিশ্বকাপে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। এর আগেই মাশরাফি, নাজমুল হাাসন পাপন গণভবনে যান তামিমকে নিয়ে। তখনই নিশ্চিত ছিলো প্রধানমন্ত্রীর ডাকে  সাড়া দিবেন তিনি। কেননা মমতাময়ী প্রধানমন্ত্রীর সাড়া কেউই ফেরাতে পারে না।  

এর আগে অবসর ভেঙে দেশসেরা ওপেনার তামিম ইকবাল দলে ফিরে আসুক, সেটি চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর দ্য ওয়েস্টিন হোটেলে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন তিনি।

তারও আগে দুপুরে আচমকা সব ধরনের ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেয় অধিনায়ক তামিম ইকবাল। রাতেই ক্রিকেট বোর্ড বিসিবি রুদ্ধদ্বার বৈঠকের পর আজ প্রধানমন্ত্রীর আহ্বানে আবারও ফিরছেন দলে।

তার এই ফেরাতে দর্শক থেকে তামিমের পরিবার সবাই খুশি। লাল সবুজের জার্সিতে আবারও দেশকে জয় উপহার দিক তামিম ইকবাল।