বিয়ের আসর থেকে পালালেন বর

বিয়ের আসর থেকে পালালেন বর

নাটোরের বড়াইগ্রামে প্রশাসনের কর্মকর্তাদের যাওয়ার খবর শুনে বিবাহের আসর থেকে পালিয়ে গেছেন বর।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকায় বাল্যবিবাহের আয়োজন করা হয়।

এলাকাবাসী জানান, পৌর এলাকার সদ্য এসএসসি পাস করা এক ছাত্রীর বিয়ের আয়োজন করে তার পরিবার। বরের (২৬) বাড়ি পাশের গ্রামে। বাল্যবিবাহের খবর স্থানীয় ব্যক্তিরা উপজেলা প্রশাসনকে জানায়। পরে উপজেলা প্রশাসন বিয়ের আসরে আসার খবর শুনে বর ও তাদের স্বজনেরা পালিয়ে যান।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়াম খাতুন গণমাধ্যমকে বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে কিশোরীর বাড়িতে উপস্থিত হই। আমার আসার আগেই বিয়ের আসর থেকে বর ও বরযাত্রীরা পালিয়ে যান। পরে কিশোরী প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন কিশোরীর মা।