বার্সাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড

শুরুটা ভালো করে এক গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে যেন আর খুঁজে পাওয়া যায়নি বার্সেলোনাকে। উল্টোচিত্র দেখা গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের বেলায়। প্রথমার্ধে অগোছালো খেলে দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেছিল রেড ডেভিলসরা। পরিণতিতে শেষ হাসি হেসেছে তারাই।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে ইউরোপা লিগের নকআউট রাউন্ডের প্লে-অফের ফিরতি লেগে নিজেদের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথমার্ধে রবের্ত লেভানদোভস্কির স্পট কিকের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে দুইটি গোল খেয়ে বসে জাভি হার্নান্দেজের শিষ্যরা। গোল দুটি করেন ফ্রেদ ও আন্তনি।
গত সপ্তাহেই ক্যাম্প নউয়ে দুই দলের প্রথম দেখায় ২-২ গোলে ড্র হয়েছিল।
প্রথম থেকে আক্রমণাত্মক কৌশল নিলেও অগোছালো খেলার কারণে এক গোল খেয়ে বসে ইউনাইটেড। খেলার প্রথম পঞ্চদশ মিনিটে পেনাল্টি শট থেকে স্পট কিকে গোল করে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি।
প্রথমার্ধে দুদলই সমান সুযোগ পেলেও কেউই গোলের দেখা পায়নি।
বিরতির পর অর্থাৎ জ্যাডন সানচোর বাড়ানো পাসে দারুণ শটে বার্সার জালে বল জড়ান ফের্নান্দেস। ৭৩ মিনিটে আন্তনির গোলে এগিয়ে যায় ম্যানইউ। এই গোলেও জয় নিশ্চিত হয়ে যায় ম্যানইউর।