পটুয়াখালীর বাউফলে আল-আমিন হত্যা মামলার অন্যতম প্রধান ৩ জন পলাতক আসামিকে র্যাব-৮ সিপিসি-০১ পটুয়াখালী এবং র্যাব-১১ সিপিএসসি নারায়নগঞ্জ এর যৌথ অভিযানে আটক হয়েছে।
র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী জানান, একটি যৌথ অভিযানিক দল শুক্রবার ২২/০৯/২০২৩ খ্রিঃ তারিখ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে।রুপগঞ্জ থানাধীন ৭৮নং মৈকুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক হানিফের ভাড়া বাসা থেকে ৩ জন হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি যাহার নাম ১। মোঃ শহিদুল মৃধা (৩২), পিতা- মৃত বশার মৃধা ওরফে বাসাই, ২। জাহিদুল মৃধা (২৭), পিতা- মৃত বশার মৃধা ওরফে বাসাই, ৩। মোঃ জহিরুল মৃধা (৩০), পিতা- মোঃ শাহজাহান মৃধা, সর্ব-সাং- দক্ষিণ মাধবপুর, ৪ নং ওয়ার্ড, বাউফলকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামিরা স্বীকার করে বলেন তারা বাউফল থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২৩, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০২/৩৪/৫০৬ পেনাল কোড এর পলাতক আসামি আমরা।
পরে আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়।
ঢাকার সঙ্গে যুক্ত পাঁচ মহাসড়কে তিন চাকার যান (ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, নছিমন, করিমন, ভটভটি) চলাচল বন্ধে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা সফল হবে বলে আপনি কি মনে করেন?
ঢাকার সঙ্গে যুক্ত পাঁচ মহাসড়কে তিন চাকার যান (ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, নছিমন, করিমন, ভটভটি) চলাচল বন্ধে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা সফল হবে বলে আপনি কি মনে করেন?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept All", you consent to our use of cookies.