বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার পার্টি

বাউফলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার পার্টি

মাহমুদ হাসান বাউফল প্রতিনিধি 

বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিনের আমন্ত্রণে উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফলের সর্বস্তরের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল পাঁচ ঘটিকায় মতবিনিময় সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়, উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শামসুল আলম মিয়া, প্রেসক্লাব বাউফলের সভাপতি মোহাম্মদ আরিফুজ্জামান খান রিয়াদ, প্রেসক্লাব বাউফলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান ডিউক সহ বাউফলের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।