বাইরে বের হতে ভয় লাগে: দীঘি
এবারের বাংলা নববর্ষ এসেছে পবিত্র রমজান মাসে। এ কারণে বৈশাখের হৈ-হুল্লোড় অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। তবে এরপরেও উদ্দীপনার কোনো কমতি নেই। এইদিন সকাল থেকেই রাজধানীর রমনার বটমূলে সব শ্রেণি-পেশার মানুষ হাজির হয়েছেন নববর্ষকে বরণ করে নেয়ার জন্য। উৎসবটি সবাই নিজের মতো করে পালন করছেন। এ থেকে বাদ যায়নি ইন্ডাস্ট্রির তারকারাও। অন্য সবার মতো অভিনেতা-অভিনেত্রীরাও নানা আয়োজনে অংশ নিয়ে বরণ করে নিচ্ছেন নববর্ষকে। তবে এবার বৈশাখে এখনো বাসার বাইরে বের হননি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
এ অভিনেত্রী একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলা নববর্ষের ব্যাপারে বলেন, বিশেষ কোনো আয়োজন নেই। বাইরে প্রচুর গরম। এর মধ্যে বের হতেও তো ভয় লাগে। তবে সন্ধ্যার পর বন্ধুদের নিয়ে বের হতে পারেন বলেও জানালেন দীঘি। তিনি বলেন, গত কয়েক দিন টানা কাজ করেছি। একটু আরামও প্রয়োজন। আবার পহেলা বৈশাখ এলে মনটাও একটু খারাপ হয়ে যায়। মায়ের কথা বেশি মনে পড়ে। ছোটবেলার বৈশাখ উৎযাপনের কথা মনে পড়ে। আমার জন্য মা লাল-সাদা রঙের শাড়ি কিনতেন। সকালে মা নিজ হাতে আমাকে পরিয়ে দিতেন তা। অনেক রান্নাবান্না হতো বাসায়। একটা উৎসবের আমেজ থাকতো বাসায়।
উল্লেখ্য, বর্তমানে দীঘি মিউজিক ভিডিওসহ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ওয়েব ফিল্মেও কাজ করছেন তিনি। পাশাপাশি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এ মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে লেখাপড়া করছেন। এখন দ্বিতীয় সেমিস্টার চলছে। ঈদের পরই ফাইনাল পরীক্ষা অনুাষ্ঠিত হবে।