গৌরনদীতে বালুর ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ; ইজিবাইক চালক নিহত

গৌরনদীতে বালুর ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ; ইজিবাইক চালক নিহত

বরিশালের  গৌরনদীতে বালু বোঝাই ট্রলি ও ইজিবাইকের  মধ্যে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক জুলহাস হাওলাদার (৫০) নিহত হয়েছে।  শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে  গৌরনদীর গয়নাঘাটা ব্রিজের কাছে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  সে (জুলহাস) উজিরপুর উপজেলার সাতলা গ্রামের মৃত মাজেদ হাওলাদারের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রলি ও ইজিবাইকটি জব্দ করেছে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার  জানান, টরকী থেকে বালু বোঝাই করে একটি ট্রলি  শুক্রবার বিকাল ৪টার দিকে গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে  ওই ট্রলিটি  বিকাল সোয়া ৪টার দিকে গৌরনদীর গয়নাঘাটা ব্রিজ এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা  খালি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ইজিবাইকের সামনের অংশ দুমড়ে মুচড়ে ইজিবাইক চালক জুলহাস হাওলাদার (৫০) গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় জুলহাসকে স্থাণীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সে মারা যায়। দুর্ঘটনার সময় ইজিবাইক চালক জুলহাস হাওলাদার ছাড়া ইজিবাইকে কোন যাত্রী ছিল না বলে এসআই তমাল সরকার জানান।