বরিশালে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
বরিশাল জেলার সর্বত্র মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। ফলে রোজাদার ব্যক্তিসহ দিনমজুররা পরেছেন চরম বিপাকে। মৃদু তাপপ্রবাহের কারণে হাঁসফাঁস অবস্থা প্রাণিকূলেরও।
রোববার (৯ এপ্রিল) সকালে বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ শনিবার বিকেল তিনটায় বরিশালে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, এপ্রিল হচ্ছে বছরের উষ্ণতম মাস। এ মাসেই সাধারণত মাঝারি তাপপ্রবাহ হয়। তিনি আরও বলেন, শনিবার বিকেলে বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
এর আগে শুক্রবার বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং গত বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকতে পারে জানিয়ে পর্যবেক্ষক রুবেল বলেন, এ মাসে বরিশালে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করতে পারে।