বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

বরগুনায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

বরগুনার বেতাগীতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সদ্য বহিষ্কৃত হওয়া বরগুনা জেলা ছাত্রলীগ নেতা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে।

শুক্রবার (২৪ মার্চ) রাত ৯টায় পৌরসভার বাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতার নাম টুটুল খান (৩৫)। তিনি বেতাগী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

টুটুলের ভাই জসিম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, টুটুল বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা হঠাৎ টুটুল খানের ওপর হামলা চালায়। হামলাকারীরা একটি হাতের বেশ কয়েকটি আঙুল বিচ্ছিন্ন ও দুই পা ক্ষত-বিক্ষত করে। তাকে চিকিৎসা দিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই ছাত্রলীগ নেতা রফিক। তিনি জানান, পারিবারিক কাজে বেশ কিছুদিন যাবত এলাকার বাহিরে আছেন। হামলায় কে বা কারা জড়িত কিছুই জানেন না তিনি।

বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারা হোসেন বলেন, ঘটনা শুনে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকা সবাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।