প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বছরও দেশ এগিয়ে যাবে : তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বছরও দেশ এগিয়ে যাবে : তথ্যমন্ত্রী

সংকটময় বিশ্ব পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, এ বছরও তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি এবং তাদের মিত্রদের সাংঘর্ষিক ও নেতিবাচক রাজনীতির চ্যালেঞ্জসহ নানান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত।

তিনি বলেন, বিশ্বমন্দা ও সংকটের মধ্যেই ২০২২ সালে পদ্মা সেতু ও মেট্রোরেল উদ্বোধন করা হয়েছে। সারাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছে। পদ্মা সেতুর জন্য যুক্তরাষ্ট্র, ভারত, এমনকি পাকিস্তান অভিনন্দন জানালেও রাজপথের বিরোধীদল বিএনপি তা করতে ব্যর্থ হয়েছে। কারণ এটি তাদের রাজনৈতিক দৈন্যতা।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০৪১ সাল নাগাদ দেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করা এবং সব সংকট-প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়াই আমাদের প্রত্যয়।

এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম ও তথ্য ও সম্প্রচার সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।