প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবার আ’লীগকে বিজয়ী করতে হবে - আবুল হাসানাত আব্দুল্লাহ্

বরিশাল জেলা আ”লীগের সভাপতি ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের এমপি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, চারদলীয় জোট সরকারের আমলে গৌরনদী ও আগৈলঝাড়ার সংখ্যালঘু ও আ’লীগের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়ে বাড়িঘর ছেেেড় রামশীলে আশ্রয় নিয়েছি। আ’লীগের অনেক নেতাকর্মীকে হত্যা, অসংখ্য বসতঘর ভাংচুর ও মালামাল লুটপাট করেছিল বিএনপি-জামায়াত ক্যাডাররা। এমনকি মাষ্টার নারায়ন ঠাকুরের একটি গরু চুবিয়ে মেরেছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ আ’লীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি দিয়ে হাসানাত আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট দিয়ে আবার আ’লীগকে বিজয়ী করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে বার্থী ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
২নং বার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আ’লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্, উপজেলা আ’লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহসভাপতি জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, সহ-সভাপতি আবু সাঈদ নান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী প্রমূখ।