গাঁজা দিয়ে বানানো চকলেট বিক্রি করতেন তাঁরা

ওপর থেকে দেখতে মনে হতো সাধারণ চকলেট। কিন্তু আদতে তা নয়। সুস্বাদু এ চকলেট তৈরিতে ব্যবহার করা হতো মারিজুয়ানা বা গাঁজা। এটি খেয়ে শিশুরা ভিন্ন আচরণ শুরু করলে বাবা-মা তা পুলিশকে জানায়। পরে পুলিশ তদন্ত করে ঘটনাটি জানতে পারে। এমন ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটক ম্যাঙ্গালুরুতে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ দুটি দোকানে অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজার তৈরি চকলেট জব্দ করে। এ ঘটনায় দুজন দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে।
ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার কুলদ্বীপ জৈন বলেন, ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে জানা গেছে চকলেটগুলোতে মারিজুয়ানা ছিল। চকলেটগুলো উত্তর প্রদেশ থেকে আনা হও। এ ঘটনায় আরও তদন্ত চলছে।
সম্প্রতি কর্ণাটকের রায়চুর শহরেও গাঁজা দিয়ে বানানো চকলেট বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, একটি বড় চক্রের মাধ্যমে এ চকলেটগুলো সরবরাহ করা হয়।
এ ধরনের চকলেট খাওয়া শিশুদের জন্য বিপজ্জনক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এ নিয়ে শিশু বিশেষজ্ঞ ড. এস মুজাহিদ হোসেইন বলেন, একবার শিশুরা আসক্ত হয়ে গেলে তাদেরকে ফেরানো কঠিন হবে। শিশুরা যা পছন্দ করে তাই খেতে চায়। সুতরাং বাবা-মায়ের উচিত এ নিয়ে সতর্ক থাকা।