পোল্যান্ডে তেল পাইপলাইনে লিকেজ, সরবরাহ সাময়িক বন্ধ

পোল্যান্ডে তেল পাইপলাইনে লিকেজ, সরবরাহ সাময়িক বন্ধ

গেল বছর রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের মাধ্যম- নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনে বিস্ফোরণ নিয়ে শুরু হয় তুমুল উত্তেজনা। সে রেশ কাটতে না কাটতেই এবার মস্কো থেকে ইউরোপে তেল সরবরাহের পাইপলাইন ধ্রুজবায় দেখা দিয়েছে লিকেজ।

সেন্ট্রাল পোল্যান্ডের কাছে তেল ছড়িয়ে পড়েছে বেশ খানিকটা এলাকায়। বিস্ফোরণ শঙ্কায় সরিয়ে নেয়া হয়েছে কয়েকজন বাসিন্দাকে। সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ করা হলেও কর্তৃপক্ষের দাবি এতে সার্বিক যোগানে কোনো প্রভাব পড়বে না।

ফায়ার সার্ভিস কর্মকর্তা গ্রেজর্জ জানকোস্কি বলেন, স্থানীয়রা লিকেজ শনাক্ত করে। খুব বিশাল অংশে ছিদ্র হয়নি। প্রাথমিকভাবে লিকেজের স্থানটি সুরক্ষিত করেছে ফায়ার সার্ভিস। সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি মূল্যায়নে বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১২০ মিটারের মধ্যে অবস্থিত বসতবাড়ির বাসিন্দাদেরও সরিয়ে নেয়া হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় তেল পাইপলাইনগুলোর একটি ধ্রুজবা। প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল সরবরাহের সক্ষমতা রয়েছে লাইনটির। যে লিকেজ শনাক্ত হওয়া লাইনটি দিয়ে মূলত জার্মানিতে অপরিশোধিত তেল সরবরাহ হয়। যায় পরিমাণ বছরে আড়াই কোটি টনের ওপর।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সরবরাহ সংক্রান্ত অবকাঠামোর বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইউরোপ অঞ্চল। তবে সীমান্ত এলাকায় বেলারুশের পোল্যান্ডের চলমান উত্তেজনার মাঝে, পাইপলাইন লিকেজের ঘটনা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও এ নিয়ে মুখ খোলেনি পোলিশ সরকার।