পাকিস্তানের রিজার্ভ তলানিতে; ঋণের জালে জর্জরিত বিদ্যুৎ খাত

পাকিস্তানের রিজার্ভ তলানিতে; ঋণের জালে জর্জরিত বিদ্যুৎ খাত

তলানিতে ঠেকেছে পাকিস্তানের রিজার্ভ, ঋণের জালে জর্জরিত জ্বালানি খাত। এমন পরিস্থিতিতে সংকট মোকাবেলায় নতুন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘোষণা দেন, সব দোকানপাট রাত সাড়ে ৮টায় বন্ধ করতে হবে। এছাড়া বিয়ের অনুষ্ঠানের হলগুলো ফাঁকা করতে হবে রাত ১০টার মধ্যে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে মন্ত্রিসভা ‘ন্যাশনাল এনার্জি ইফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশন প্ল্যান’ পাস করেছে।

সরকারের এ উদ্যোগের মূল কারণ, দ্রুত ফুরিয়ে আসছে দেশটির রিজার্ভ। গেলো মাসেই ৫৮০ কোটি মার্কিন ডলারে নেমেছে বৈদেশিক মুদ্রার মজুদ। এর মাধ্যমে মাত্র এক মাস পণ্য আমদানি করতে পারবে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে যে ঋণ পাবার কথা ছিল, তা পেতেও দেরি হচ্ছে। আর তাই বাধ্য হয়েই দেশটির সরকার এ পথে হাঁটলো। গেলো বছর দেশটির জ্বালানি খাতে ঋণের পরিমাণ ছিল ২ দশমিক ৪৩৭ ট্রিলিয়ন রুপি।