পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনা বাংলাদেশের
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। ব্যাট করতে নেমে দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাসের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৪৬ রান করেছে এই দুই ব্যাটার। এতে ইনিংসে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে টাইগাররা।
মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ওভার থেকেই ইংলিশ বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন দুই ওপেনার।
শুরুতা করেন ৮ বছর পর এই সিরিজে দলে ফেরা রনি তালুকদার। ইনিংসের দ্বিতীয় বলেই বাউন্ডারি মেরে নিজের মনোবল চাঙা করেন তিনি। পরের ওভারে রনি-লিটন দুজনেই একটি করে বাউন্ডারি মারলে দুই ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ১৯ রান।
তাই শুরুতেই ব্যাকফুটে চলে যাওয়া ইংল্যান্ড আদিল রশিদকে বোলিংয়ে এনে উইকেটের জন্য মরিয়া হয়ে ওঠেন। তবে আগের দুই ম্যাচে রান না পাওয়া এই দুই ব্যাটার আজ যেন ইতিহাস রচনাতেই বদ্ধ পরিকর। তাতে ৬ ওভার শেষে বিনা উইকেটে ৪৬ রান সংগ্রহ বাংলাদেশের।
ব্যাট হাতে লিটন দাস ২০ বলে ২১ রানে ও রনি তালুকদার ১৬ বলে ১৯ রান নিয়ে ব্যাট করছেন। বোলিংয়ে আদিল রশিদ ও জোফরা আর্চারের দুই ওভার করে শেষ হয়ে গেছে।