পদ্মা সেতুতে ১৯ মোটরসাইকেল চালককে জরিমানা
পদ্মা সেতুতে নির্দেশনা না মানায় ১৯ মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর বিভিন্ন অংশে মোটরসাইকেল চালকদের এ জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ( অর্থ ও প্রশাসন) বজলুর রহমান বলেন, মঙ্গলবারসহ গত চার দিনে ৬০ মোটরসাইকেল চালককে ১ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে ঈদের পরদিন ররিবার সকাল থেকে বিকাল পর্যন্ত লেন পরির্বতনের মধ্য দিয়ে শর্ত ভাঙ্গার অপরাধে মোটরসাইকেলের ২২ জন চালককে ৩ হাজার টাকা করে ও একজন চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ঈদের আগের দিন শুক্রবার ৯ জন চালককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার ৯ জনকে ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা ও মঙ্গলবার ১৯ মোটরসাইকেল চালককে ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।