পটুয়খালীতে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত।

পটুয়খালীতে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত।

সিনিয়র স্টাফ রিপোর্টার :

আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হাত ধোঁয়া দিবস।

১৫ অক্টোবর ২০২৩ খ্রিঃ রবিবার  সকাল ১০ টায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এর নেতৃত্বে সার্কিটহাউজ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক  কার্যালয়ের প্রাঙ্গণ এসে শেষ হয়। র‌্যালি শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিস্কার  হাত ধোঁয়া শেখানো হয়।

আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত এই প্রতিপাদ্য নিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ আবদুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান,ইসলামিক ফান্ডেশনের  উপ-পরিচালক মোঃ মাহাবুবুল আলম প্যালেন মেয়র দেলোয়ার আকন,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মোঃ সোহেল রানা।

বিশ্ব হাত ধোঁয়া দিবস অনুষ্ঠানে জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন,এনজিও প্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শির্ক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।