‘নো মোর ক্রিকেট’, রুমানা আহমেদের অবসরের ইঙ্গিত
ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দিয়েছেন নারী ক্রিকেটার রুমানা আহমেদ। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শনিবার (৫ আগস্ট) রাতে ‘নো মোর ক্রিকেট’ লিখে পোস্ট দিয়েছেন এই অলরাউন্ডার।
এই পোস্টের মাধ্যমেই অবসরের ঘোষণা দিলেন কি রুমানা; জানতে চাইলে ৩২ বছর বয়সী এই ক্রিকেটার গণমাধ্যমকে বলেছেন, দ্রুতই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবেন তিনি।
সাম্প্রতিক সময়ে জাতীয় দল থেকে বাদ পড়েছেন রুমানা। ফিটনেস ইস্যু আর ফর্মহীনতায় শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন এই ক্রিকেটার। টানা দুই সিরিজে ডাক না পাওয়ার হতাশা থেকেই রুমানা ক্রিকেট ছাড়ার চিন্তা করছেন বলে ধারণা করছে অনেকেই। এই বছর বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাননি রুমানা। সবশেষ ৮ ওয়ানডেতে মাত্র ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। ১৭ টি-টোয়েন্টিতে তার শিকার ১৮ উইকেট।
চার বছর আগে নারী ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত এনেছিল বাংলাদেশের মেয়েরা। ওই সময় মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে টাইগ্রেসরা প্রথমবারের মতো শিরোপা জেতেন। যাতে বেশ ভালো ভূমিকা ছিল রুমানার।