নৃত্যের তালে তালে মাদারীপুরে বর্ষবরণ
তবলা আর নানা বাদ্য যন্ত্রের সুরের তালের সাথে ঘুঙুরের আওয়াজ। এমন দৃশ্য মাদারীপুরের নৃত্যশিল্পীদের। তাদের নৃত্যের এমন আওয়াজ সাড়া ফেলেছে মাদারীপুরের লেকপাড়ের পুরো এলাকাজুড়ে। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে শহরের শকুনী লেক পাড়ে এই অনুষ্ঠানের মাধ্যমেই মাদারীপুরে পহেলা বৈশাখকে বরণ করে নেয়া হয়েছে। এদিকে এই বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে নানাবয়সী সংস্কৃতিমনা মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে লেকপাড়ের পুরো এলাকা জুড়ে নেমে এসেছে উৎসবমুখর পরিবেশ।
মাদারীপুরে শিশু নৃত্যশিল্পী সিনহা প্রীতি বলেন, 'আমার এখানে অংশগ্রহণ করে ভীষণ ভালো লেগেছে। আমি কয়েকটি গানের সঙ্গে নৃত্য করেছি। এই দিনটি আমাদের কাছে একটি উৎসব। এই আয়োজনটি আরো বড়ো পরিসরে করার দাবি জানাই।' মাদারীপুর উদ্ভাস আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক আঞ্জুমান জুলিয়া বলেন, 'এই নববর্ষ আমাদের বাঙালির প্রাণের স্পন্দন। আমরা প্রতিবছর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করে থাকি।'
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজন ও মাদারীপুর পৌরসভার ব্যবস্থাপনায় বর্ষবরণ উৎসবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মাসুদ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন ও অন্যান্যরা।