নিষিদ্ধ করা হলো জামায়াতুল আনসারকে
জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হওয়ায় নতুন জঙ্গি দল জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখা এ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা বলা হয়েছে, ‘সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামক জঙ্গি দল/সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপিন্থি।’
সেখানে আরও বলা হয়েছে, ‘ইতোমধ্যে দল/সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল।’
গতবছরের শেষে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বিষয়ে খবর দেয় র্যাব। সংগঠনটির বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর র্যাব বলে, নতুন এ জঙ্গি সংগঠনকে পাহাড়ের দল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) পৃষ্ঠপোষকতা করছে। পাহাড়ে তাদের প্রশিক্ষণও চলছে।
গত বছরের অক্টোবর মাসে র্যাব জানিয়েছিলো, কেএনএফের সামরিক শাখা কেএনএর সদস্য জৌথান স্যাং বম, স্টিফেন বম ও মাল সম বম জঙ্গি সংগঠন জামাতুল আনসারের সদস্যদের প্রশিক্ষণ দিতেন।
র্যাব জানায়, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফে এর প্রতিষ্ঠাতা নাথান বমের সাথে ২০২১ সালে জামাতুল আনসারের আমিরের সমঝোতা হয়। পার্বত্য অঞ্চলে কেএনএফের ছত্রছায়ায় জামাতুল আনসার সদস্যদের ২০২৩ সাল পর্যন্ত প্রশিক্ষণ দেয়ার জন্য তাদের মধ্যে চুক্তিও হয়। সেই চুক্তি অনুযায়ী প্রতি মাসে তিন লাখ টাকা দেওয়ার পাশাপাশি কেএনএফ সদস্যদের খাবার খরচ বহন করে জামাতুল আনসার।
গত ২৪ জুলাই মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক বাড়ি ঘিরে অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ‘আমির’ মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
ওই সময় বলা হয়, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে আরেক নিষিদ্ধ জঙ্গি দল আনসার আল ইসলামের নেতা, লেখক-প্রকাশক হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিয়াউল হকের যোগাযোগ ছিলো।