দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাবনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস

দেশের সর্বোচ্চ তাপমাত্রা পাবনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস

১৯ এপ্রিল পর্যন্ত দাবদাহ অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের সব অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র থেকে মাঝারি ধরনের দাবদাহ। তাপমাত্রা গতকালের তুলনায় এক দুই ডিগ্রি সেলসিয়াস কমা-বাড়ার মধ্যে থাকলেও কমেনি দাবদাহ। এরমধ্যে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত কয়েক দিন তাপমাত্রার চূড়ান্ত অবস্থানে থাকা চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৯৪ সালে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১, যা তার আগের ২৪ ঘণ্টায় ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা কিছুটা কমেছে।

ঢাকা ছাড়া ময়মনসিংহে আজ ৩৭, গতকাল ছিল ৩৭ দশমিক ৩,  রাজশাহীতে গতকাল ছিল ৪০  দশমিক ৫, আজ তা ২ ডিগ্রি বেড়ে ৪২ দশমিক ৬,  রংপুরে ছিল ৩৬  দশমিক ৮, আজ তা ৩ ডিগ্রি বেড়ে ৩৯ দশমিক ২,  সিলেটে ছিল ৩৭ দশমিক ৭, আজ তা কমে ৩৬ দশমিক ২, চট্টগ্রামে ছিল ৩৩ দশমিক ৭, আজও একই আছে, খুলনায় ছিল ৪১ দশমিক ৩, আজ তা কমে ৩৮ দশমিক ৮ এবং বরিশালে ছিল ৩৯ দশমিক ৪, আজ তা কমে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।