‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি হতে পারে!
রাজধানীসহ সারা দেশে তীব্র দাবদাহ চলছে গত কয়েক দিন ধরে। আগামী সাত-আট দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ অবস্থায় যেকোনো সময় অতি তীব্র তাপপ্রবাহের সংকট মোকাবেলায় ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দীন।
শনিবার এ তথ্য জানিয়েছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দীন। তিনি গণমাধ্যমকে বলেন, প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের মানুষের জীবন। তাই অতি তীব্র তাপপ্রবাহের সংকট মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা যায় কি না- বিষয়টা ভাবা হচ্ছে। রোববার আর সোমবার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তাপমাত্রা না কমলে পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে রাজধানী ঢাকায় ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে শনিবার। আজ রোববার আবারও দেশের অনেক জেলায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভঙ্গের প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। সাত জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
কানাডার সাসকাচেওয়ান ইউনিভার্সিটির টিচিং অ্যাসিস্ট্যান্ট ও আবহাওয়া বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, খুলনা, যশোর, ঝিনাইদহ জেলায় আজ রোববার দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার জোর সম্ভাবনা রয়েছে।
এর আগে গতকাল রাজধানীতে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা ৫৮ বছরে সর্বোচ্চ বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, ১৯৬৫ সালে ঢাকায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। এরপর গতকাল শনিবার রাজধানীতে ৪০ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়, যা ১৯৬৫ সালের পর সর্বোচ্চ। আগের দিন শনিবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ।