ঢাকা দক্ষিণ আ.লীগের নেতা শরিফুলকে অব্যাহতি
শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির গঠনতন্ত্রের ৪৭(৯) ধারা মোতাবেক সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য এফ এম শরীফুল ইসলাম শরীফকে অব্যাহতি দিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এফ এম শরিফুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ এবং বিব্রত হন মহানগর আওয়ামী লীগের নেতারা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।