ব্যবধান বাড়াচ্ছে নৌকা
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। এ আসনে ১২৪ কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৩৭ টি কেন্দ্রের ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ধীরে ধীরে ভোটের ব্যবধান বাড়াচ্ছেন আওয়ামী লীগ প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে পেয়েছেন ৬৪৮৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী শরাফুল আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন ১৫৩৫ ভোট।
সোমবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা মঞ্চে এ কথা জানানো হয়।
প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন ১০২৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম পেয়েছেন ২৮২।
এর আগে সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয়েছে বিকেল ৪টায়।
ভোট শুরুর পর থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও বিকেল ৪টার কিছু আগে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া স্থানীয় সরকারের বাকি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। এরপর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।
আসনটিতে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হয় ব্যালট পেপারের মাধ্যমে। নির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন।