ট্রেন লাইনচ্যুত লালমনিরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
রংপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী কমিউটার থ্রি লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে লালমনিরহাটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ২টায় লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে কেউ বলতে পারছে না।
লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার জামিল উদ্দিন আহমেদ বলেন, যাত্রীবাহী ট্রেনটি রংপুর থেকে বেলা ১১টায় লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটি মহেন্দ্রনগর স্টেশনের কাছাকাছি এলে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে কোনো যাত্রী আহত না হলেও রেললাইন ও ট্রেনের দরজা ভেঙে যায়। লাইনচ্যুত হওয়ার কারণে লালমনিরহাটের সঙ্গে রংপুর-কুড়িগ্রাম ও ঢাকার যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, এখন আমাদের প্রধান কাজ বগিটি উদ্ধার করে যোগাযোগ স্বাভাবিক করা। কেননা যাত্রীরা অপেক্ষায় রয়েছে। এছাড়া এই ঘটনার জন্য কেউ দায়ী থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।