জন্মের পর বিপাশার মেয়ের হৃদয়ে ছিদ্র, ছিলেন হাসপাতালে একা

জন্মের পর বিপাশার মেয়ের হৃদয়ে ছিদ্র, ছিলেন হাসপাতালে একা

বিপাশার মেয়ের বয়স বর্তমানে ৯ মাস। তবে জন্মের পর থেকেই অসুস্থ। এ অবস্থায় মেয়েকে নিয়ে হাসপাতালে একা সময় কাটাতে হয়েছে তাকে। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছেন বিপাশা, নেহা ধুপিয়ার শো’তে এসে।

জন্মের পর থেকেই ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট তথা ভিএসডি-তে ভুগছিল কারান-বিপাশার মেয়ে দেবি। জন্মের পর হৃৎপিণ্ডে দুটি ছিদ্র ধরা পড়ে তার। বিপাশা জানান, মাত্র তিন মাস বয়সেই ওপেন হার্ট সার্জারি করা হয় দেবির।

চিকিৎসকেরা বলেছিলেন, মেয়ের যেন কোনোভাবে ফুসফুসে সংক্রমণ না হয়। মেয়ের জন্মের পর ১৫ দিন একাই লড়াই চালিয়ে ছিলেন বিপাশা। পাশে ছিলেন না স্বামী কারান সিং। পরিবারের কাউকে কাছে ঘেঁষতে দেননি অভিনেত্রী।

নেহা ধুপিয়াকে বিপাশা জানান, আইভিএফ-এর মাধ্যমে সন্তান ধারণ করেন তিনি। বলেন, দেবির জন্মের পর থেকে ৪০টা রাত ঘুমাতে পারিনি। এর মধ্যে ১৫ দিন কারান আমার সঙ্গে ছিল না। সে শহরে ছিল না। একটা সিনেমার শ্যুটিংয়ে ওকে বাইরে থাকতে হয়েছিল। ও সিনেমাটা ছাড়তে চেয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। আমি একা ছিলাম। পরিবারকে জানাইনি।