চীন ভ্রমণে নাগরিকদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
নাগরিকদের চীন ভ্রমণে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এব বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন নাগরিকরা চীনে গেলে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে ‘অন্যায়’ গ্রেপ্তারের শিকার হতে পারেন।
পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, চীন সরকার অন্যায়ভাবে আটকের ‘এই অনুশীলনে জড়িত থাকার কারণে’ মার্কিন নাগরিকরা অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির মধ্যে আছেন। সে কারণে মার্কিন নাগরিকদের চীনের মূল ভূখণ্ডে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
যদিও আগে থেকেই চীন ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা রয়েছে। চীনের মূল ভূখণ্ডকে লেভেল ৩: ভ্রমণ পুনর্বিবেচনা গন্তব্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। দেশটিতে স্থানীয় আইনের নির্বিচার প্রয়োগের ঝুঁকির কারণেই গত মার্চে এমন সতর্কতা জারি করা হয়।
জুনের শেষের দিকে এবং মার্চে দেওয়া ভ্রমণ পরামর্শে উল্লেখ করা হয়েছে যে, পিপলস রিপাবলিক অব চায়না সরকারের হাতে মার্কিন নাগরিকদের অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান উত্তেজনার কথা মাথায় রেখে ভ্রমণ সংক্রান্ত পরামর্শ হালনাগাদ করা হয়েছে।