ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিমান

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিমান

হাজার হাজার কোটি টাকা লোকসানের চ্যালেঞ্জ মাথায় নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা-বিমান। ঢাকা-টরন্টোর মতো চাহিদাসম্পন্ন রুটগুলোতে নতুন করে ফ্লাইট চালু করছে রাষ্ট্রীয় সংস্থাটি। জাপানের নারিতাসহ বন্ধ হয়ে যাওয়া কয়েকটি রুট সচল করতে যাচ্ছে চলতি বছরই।

দীর্ঘ দিনের বন্ধু জাপানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সাথে বাড়ছে বাণিজ্যিক সম্পর্ক। বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ছাড়াও দেশটির ৬ হাজারেরও বেশি পেশাদার জনশক্তি যেমন আছে বাংলাদেশে, হাজারো প্রবাসী আছে সূর্যোদয়ের দেশটিতে।

তবে, জাপানের সাথে সরাসরি যাতায়াত সুবিধা ছিল না। থাইল্যান্ড, মালয়েশিয়া, চীনসহ কয়েকটি দেশ ঘুরে জাপান পৌঁছতে সময় লাগতো ১২ থেকে ১৫ ঘণ্টা। যাত্রাও ব্যয়বহুল। এমন বাস্তবতায় ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু করছে বিমান।

জাপান-বাংলাদেশ ছাড়াও পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটানসহ কয়েকটি দেশের যাত্রীদের কাছেও বিমান জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

করোনা মহামারিসহ নানা কারণে বন্ধ হয়ে যাওয়া গুয়াঝু, চেন্নাই, ম্যানচেস্টারের ফ্লাইটও আবারও চালুর পরিকল্পনা করছে, বাংলাদেশ বিমান।

২০২৪ সালেই বহুকাঙ্ক্ষিত ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর প্রস্তুতি আছে বলেও জানানো হয় রাষ্ট্রীয় সংস্থাটির পক্ষ থেকে।