ঘর থেকে মহিলা ভিক্ষুকের রক্তাক্ত লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে খোকরন বিবি (৫২) নামে এক ভিক্ষুকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভিকাখালী গ্রামের নিজ বসত ঘরের মেঝে থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন। তিনি জানান, নিহত খোকরন বিবি উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মৃত মেনাজ হাওলাদারের মেয়ে। তিনি ভিক্ষা করে এবং অন্যের বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং ঐ বাড়িতে একা বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় খোকরন বিবি শুক্রবার ভিক্ষা শেষে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্শবর্তী মৃধা বাড়ীর এহসান মৃধার মেয়ে তানজিলা (১৫) তার ভাইয়ের সুন্নতে খাৎনা (মুসলমানী) অনুষ্ঠানের দাওয়াত দেয়ার জন্য খোকরন বিবির বাড়ীতে যায়। ভিতর থেকে দরজা বন্ধ দেখে তাকে ডাকলেও কোন সাড়াশব্দ না পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে ভিতরে তাকিয়ে খোকরন বিবির মৃত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে ডাক চিৎকার দেন। তানজিলার ডাক চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে লাশ দেখতে পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বসত ঘরের মেঝে থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহতের স্বামী মারা যাওয়ার পর একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার পর দীর্ঘদিন তিনি ভিক্ষা করে এবং অন্যের বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং ঐ বাড়িতে একা বসবাস করতেন বলে নিহত খোকরন বিবির প্রতিবেশিরা জানান।
জানতে চাইলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, নিহতের চোখের বাম পার্শ্বে শিল পাটার (মসলা বাটার কাজে ব্যবহৃত পাথরের তৈরি পাটা-পুতা) আঘাতে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ব্যপারে মামলা রুজু ও মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডি টিম যৌথ ভাবে কাজ শুরু করে দিয়েছে।