গৌরনদীতে স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেপ্তার

গৌরনদীতে স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ  মাধ্যমে ছড়িয়ে দেয়ায় যুবক গ্রেপ্তার

এক স্কুল শিক্ষিকার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে বরিশালের গৌরনদী পৌরসভার বড়কসবা মহল্লার রঞ্জন পাল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রঞ্জনকে বুধবার বিকেলে জেল হাজতে প্রেরন করেছে। রঞ্জন ওই মহল্লার রবিন্দনাথ ওফে রবি পালের পালের পুত্র।  

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, ওই স্কুল শিক্ষিকা বুধবার পনোর্গ্রাফি আইনে থানায় মামলা দায়েরের পর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন অভিযান চালিয়ে অভিযুক্ত রঞ্জন পালকে গ্রেপ্তার করে।