গৌরনদীতে গণধোলাই দিয়ে ভ্যান চোরকে থানা পুলিশের কাছে সোপর্দ

গৌরনদীতে গণধোলাই দিয়ে  ভ্যান চোরকে  থানা পুলিশের কাছে সোপর্দ

বরিশালের গৌরনদীতে ব্যাপারি চালিত চোরাই ভ্যানসহ মিন্টু বেপারী (৪০)কে আটক করে গণধোলাই দিয়ে গ্রামবাসী গতকাল মঙ্গলবার সকালে থানা পুলিশের কাছে সোপর্দ  করেছে। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর  গ্রামে এ ঘটনা ঘটে। সে (মিন্টু) কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বজলুর রহমান বেপারীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ফিরোজ মৃধা জানান, ব্য্যাপারি চালিত একটি ভ্যান নিয়ে  ভ্যান চোর মিন্টু বেপারী (৪০) মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে কমলাপুর গ্রামের খাঞ্জাপুর-কমলাপুর রাস্তা অতিক্রম করছিল। এ সময়  ওই ভ্যানটি ওই গ্রামের ফকির বাড়ির সামনে পৌছলে বাড়ির লোকজন টের পেয়ে ডাকচিৎকার দিলে গ্রামবাসী ছুটে এসে চুরির কাজে ব্যবহৃত মালামাল (যন্ত্রাংশ) ও চোরাই ভ্যানসহ চোর মিন্টু বেপারীকে ধরে গণধোলাই  দিয়ে আটকে রাখে।

এসময় ভ্যান মালিক কালকিনি সদরের  জনৈক দোকানদার  ঘটনাস্থলে পৌছে চোরাই ভ্যানটি শনাক্ত করে নিয়ে যায়। এরপর উদ্ধারকৃত যন্ত্রাংশসহ চোর মিন্টুকে গ্রামবাসী গতকাল মঙ্গলবার সকালে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, ঘটনাটি যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।