গাজীপুরের ডিসি হিসাবে আবুল ফাতে সফিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ

গাজীপুরের ডিসি হিসাবে আবুল ফাতে সফিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ

গাজীপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ গ্রহণ করেছেন। এছাড়া বিদায়ী জেলা প্রশাসক আনিসুর রহমান দায়িত্বভার অর্পণ করেন।

গাজীপুর জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে বিদায়ী ও নবাগত জেলা প্রশাসকদের মধ্যে দায়িত্বভার অর্পণ ও দায়িত্বভার গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এসময় গাজীপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে নবাগত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানকে ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়। এছাড়াও একই প্রজ্ঞাপনে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্রে আরও জানা গেছে, বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম সর্বশেষ উপ-সচিব পদমর্যাদায় বিদ্যুৎ বিভাগের সুশাসন ও কর্মসম্পাদন ব্যবস্থাপনা অধিশাখার (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি উপ-সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ৭ মার্চ তিনি উপ-সচিব হিসেবে পদোন্নতি পান। এর আগে তিনি সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।