ক্ষমতায় যেতে চাইলে নির্বাচনে আসতে হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় যেতে চায় তাহলে তাদের নির্বাচনে আসতে হবে, নির্বাচনে জিততে হবে। সোমবার (১৭ এপ্রিল) বগুড়ার শাহজাহানপুর উপজেলায় রাধানগর গ্রামে নগর আজিরন রাবেয়া মহিলা আলিম মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি হরতাল, আন্দোলন, আগুন সন্ত্রাস করে সরকারের পতন ঘটাতে পারবে না; কোনোদিন ক্ষমতায়ও আসতে পারবে না।’ দেশে দুর্ভিক্ষ হবে– এই খোয়াব দেখে ক্ষমতায় যাওয়া যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘দুর্ভিক্ষের খোয়াব দেখে লাভ হবে না। বৈশ্বিক মন্দা, করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও দেশে খাদ্য সংকট হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতেও আর কোনোদিন দুর্ভিক্ষ হবে না।’
অনুষ্ঠানে আরও ছিলেন সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, বগুড়া পল্লী উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক খলিল আহমদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দীন আহমদ, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার নজিবুর রহমান প্রমুখ।