কালকিনিতে বিদ্যালয়ের দরজার তালা ভেঙ্গে দুধর্ষ চুরি

কালকিনিতে বিদ্যালয়ের দরজার তালা ভেঙ্গে দুধর্ষ চুরি

মাদারীপুরের কালকিনিতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের দরজার তালা ভেঙ্গে ১০টি ল্যাপটপ চুরি হয়েছে। সোমবার গভীর রাতে এ দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয়ের রুমের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে চোর চক্র। এরপর রুমে থাকা ১০টি মুল্যবান ল্যাপটপ লুট করে নিয়ে যায় চোরেরা। আজ মঙ্গলবার সকালে বিষয়টি দেখে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করেন। পরে কালকিনি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা মিলে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামচুল হক জানান, রাতের আধারে আমাদের বিদ্যালয়ের দরজার তালা ভেঙ্গে চোরেরা আমাদের সকল ল্যাপটপগুলো নিয়ে গেছে। কারা করেছে বিষয়টি জানিনা। তবে আমরা থানায় মামলা করার সকল প্রস্তুতি নিয়েছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, আমরা প্রত্যেক রাতে ওই এলাকায় টহলের ব্যবস্থা করে থাকি। কিন্তু চোর চক্র কোন ফাঁকে যে চুরি করে চলে গেল বিষয়টি আমরা বুঝতে পারছি না। যত দ্রুত সম্ভব চোরদের আইনের আওতায় আনা হবে।