কলকাতার বিপক্ষে রশিদ খানের হ্যাটট্রিক
আন্দ্রে রাসেল, সুনিল নারিন এবং সবশেষে শার্দুল ঠাকুর। তিন বলে বিপজ্জনক তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করলেন রশিদ খান। চলতি আইপিএলের প্রথম এবং টুর্নামেন্টটিতে আফগান তারকারও প্রথম হ্যাটট্রিক এটি।
কলকাতার জয়ের জয়ের প্রয়োজন ২৪ বলে ৫০ রান। ব্যাটিংয়ে তখন বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজ! ক্যারিবীয় তারকা ব্যাটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনদের উইকেট অক্ষত থাকায় কেকেআরের জয়ের সম্ভাবনাই বেশি ছিল। ১৭ তম ওভারে বল হাতে তুলে নেন অধিনায়ক রশিদ খান। প্রথম তিন বলে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দিলেন তারকা এই লেগ স্পিনার।
আগের তিন ওভারে ৩৫ রান দিয়ে ছিলেন খরুচে। যা তার সঙ্গে একদমই বেমানান। কিন্তু নামটা রশিদ খান। যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে তার। রশিদ খান ঠিক সেটাই করলেন নিজের চতুর্থ ওভারে। দুর্দান্ত এক হ্যাটট্রিকে ম্যাচে ফিরিয়ে আনলেন গুজরাট টাইটান্সকে।
রশিদের প্রথম শিকার ক্যারিবীয় ব্যাটিং দানব আন্দ্রে রাসেল। ভরতের হাতে ধরা পড়ার আগে ২ বলে ১ রান করেছেন রাসেল। এরপরের দুই বলে ফিরিয়েছেন নারিন ও শার্দুল ঠাকুরকে।
রশিদের হ্যাটট্রিকের পর কলকাতার জয়টা ছিল স্বপ্ন। শেষ ওভারে দরকার ছিল ২৯ রান। ইয়াশ দয়ালের প্রথম বলে ১ রান নেন উমেশ যাদব। পরের ৫ বলে ৫টি ছক্কা মারলেন রিঙ্কু সিং। শেষ বল মেরে আর তাকাননি তিনি। সোজা ছোটেন ডাগআউটের দিকে। তখন উল্লাসে মত্ত কেকেআরের ক্রিকেটাররা। অন্য দিকে মাঠে হতাশ হয়ে দাঁড়িয়ে গুজরাটের ক্রিকেটাররা। তখনও হার বিশ্বাস হচ্ছে না তাদের।