এরদোগান-এমবিএসের বৈঠকে যা আলোচনা হলো

এরদোগান-এমবিএসের বৈঠকে যা আলোচনা হলো

সৌদি আরবের প্রতি তুরস্কে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার (১৭ জুলাই) উপসাগরীয় অঞ্চলে তিনদিনের সফরের প্রথমদিন জেদ্দায় যান তিনি।

এদিন, আল সালাম প্রাসাদে এরদোগান সাক্ষাৎ করেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে। পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে সৌদি সফরে গেলেন এরদোগান। তার পরবর্তী গন্তব্য কাতার ও সংযুক্ত আরব আমিরাত।

বর্তমানে, বাজেট ঘাটতি পূরণ, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও মুদ্রার মান কমে যাওয়ার মতো সংকট থেকে উত্তরণে বিদেশি বিনিয়োগ বাড়ানোর দিকে নজর দিচ্ছে তুরস্ক। সে লক্ষ্যেই এ সফর।

প্রসঙ্গত, ২০২১ সাল থেকেই অর্থনৈতিক চাপ কমাতে তুরস্ককে সহায়তা করেছে উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ ও তহবিল। এখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সাথে কূটনৈতিক সম্পর্কোন্নয়নেও জোর দিচ্ছে আঙ্কারা।