এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে তাসনিয়া ফারিণ

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে তাসনিয়া ফারিণ

ক্যারিয়ারে সুসময় পার করছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণের। একের পর এক দারুণসব কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। দর্শকও তার কাজগুলো লুফে নিচ্ছে। এবার তাকে দেখা যাবে একটি স্মার্টফোনের মডেল হিসেবে।

চলতি বছর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে বিবিএর গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফারিণ। এরই মধ্যে ঢাকার পাশাপাশি তিনি কাজ করছেন কলকাতায়ও।

সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী।’সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। ‘আরো এক পৃথিবী’র দিয়ে দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করেছেন তিনি।

বর্তমানে বিজ্ঞাপনসহ বিভিন্ন নাটক ও ওয়েবসিরিজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাসনিয়া ফারিণ। আগামী ঈদেও বেশ কিছু নাটকে তাকে দেখা যাবে। এরইমধ্যে তিনি যুক্ত হয়েছেন স্মার্টফোনের বিজ্ঞাপনে।