এবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননের পর এবার সিরিয়ায় হামলা চালাল ইসরায়েলি সামরিক বাহিনী।
রোববার (৯ এপ্রিল) দিনগত রাতে এই হামলা চালানো হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সিরিয়ার ভূখণ্ড থেকে দুই দফায় ইসরায়েলের উদ্দেশ্যে রকেট হামলা চালানো হয়। জবাবে সিরিয়ায় আর্টিলারি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে, পাল্টাপাল্টি এই হামলায় এখনও কোনো পক্ষের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ৫ এপ্রিল পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা। এ সময় তারা অন্তত ৪০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে। এ ঘটনার জেরে ইসরায়েলি ভূখণ্ডে সিরিয়া, লেবানন ও গাজা থেকে রকেট হামলা চালানো হয়। জবাবে ইসরায়েলি বাহিনীও হামলা চালায়।
এদিকে আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ ও সংগঠন নিন্দা, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে।