উন্নত দেশ-জাতি গঠন করতে জানেন শেখ হাসিনা : মোরশেদ আলম

একটি উন্নত দেশ ও জাতি গঠনে কি করতে হয়, তা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২-এর সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম। এ জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কার প্রার্থিকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করারও আহ্বান জানান তিনি।
রোববার (১৯ মার্চ) নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ সরকারী কলেজের নবনির্মিত ৬ তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে আগামী ৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি উন্নত ও মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত হবে।
এর আগে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নবনির্মিত ৬ তলা বিজ্ঞান ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন।
এদিকে বিকেলে উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় মোরশেদ আলম বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে তুণমূল থেকে যোগ্য নেতৃত্বে সঠিত মূল্যায়ন করে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে।