ইসির চিঠি পেয়ে ফয়জুল করিম বললেন, যার জন্মই হয়নি সে কী করে শোকজ খায়

ইসির চিঠি পেয়ে ফয়জুল করিম বললেন, যার জন্মই হয়নি সে কী করে শোকজ খায়

 নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করায় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে শোকজ করেছে কমিশন। আগামীকাল বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টার মধ্যে সশরীরে বরিশাল রিটার্নিং কর্মকর্তার দফতরে হাজির হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে, সোমবার (৮ মে) রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির শোকজ করে চিঠি দিয়েছেন। বিষয়টি স্বীকার করেছেন ফয়জুল করিম। এই সিটির নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে ৩ মে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এইচ এম হাসানুজ্জামান।

রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ৮ মে বরিশাল বিমানবন্দর থেকে বিশাল শোডাউন নিয়ে নগরীতে প্রবেশ করেন ফয়জুল করিম। প্রতীক বরাদ্দের আগে এমন মিছিল ও শোডাউন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কোনও আইন যেন ভঙ্গ না হয় সে জন্য আগমনের আগে মেয়র প্রার্থীর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়। প্রতিনিধি আচরণবিধি প্রতিপালন করবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু আপনার অনুসারীরা মোটরসাইকেল, পিকআপ ও মাইক্রোবাসসহ নানা যানবাহন নিয়ে ব্যাপক শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করায় সশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার অনুরোধ করা হলো।

এ বিষয়ে ফয়জুল করিম বলেন, ‘আমার নামে মনোনয়নপত্র সংগ্রহ হলেও তা এখনও নিশ্চিত করিনি। যার জন্মই হয়নি সে কী করে শোকজ খায়- সেটা আমার বোধগম্য নয়। নির্বাচন কমিশন যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত গত একমাস ধরে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। তাকে তো শোকজ করেনি নির্বাচন কমিশন। এ পরিস্থিতিতে আমি নির্বাচন করবো কি না তা এখনও নিশ্চিত নয়।

সম্প্রতি চরমোনাইয়ে সাংবাদিক সম্মেলন করে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন ফয়জুল করিম। এরপর ৮ মে ঢাকা থেকে বিমানযোগে বরিশাল বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে নেতাকর্মীরা প্রতীক নিয়ে বিভিন্ন যানবাহনে শোডাউন করে নগরীতে নিয়ে আসেন তাকে।