আল্লাহর দলে’র জেলাপ্রধানসহ ৫ জঙ্গি সদস্য গ্রেপ্তার

আল্লাহর দলে’র জেলাপ্রধানসহ ৫ জঙ্গি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

এন্টি টেররিজম ইউনিট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র কুমিল্লা বিভাগের আঞ্চলিক প্রধানসহ পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট।

শনিবার (২৫ নভেম্বর) গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বিকেল ৪টা ৪৫ মিনিটে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ ঠাকুরপাড়া সাকিনস্থ রামমালা রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এটিইউ এর একটি দল।

রোববার (২৬ নভেম্বর) অ্যান্টি টেররিজম ইউনিট হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।

গ্রেপ্তার ৫ জন হলেন, চাঁদপুরের মশিউর রহমান রাসেল (৩৭), কুমিল্লার আবু সুফিয়ান (২০) ও সালা উদ্দিন (৪৩), ফেনীর আলাউদ্দিন (৩১) ও জুলহাস হোসেন জুলাস (২৫)। এছাড়াও অজ্ঞাত ২ থেকে ৩ জন আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ৮টি মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ সাংগঠনিক দলিলাদি জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা অঞ্চলে আল্লাহর দলের ২০ থেকে ২৫ জন সদস্য বেশ কিছুদিন যাবৎ একত্রিত হওয়ার পরিকল্পনা করছিল। এজন্য তারা কোচিং সেন্টারের নামে কুমিল্লাতে একটি বাসা ভাড়া নেয়। কুমিল্লার কতোয়ালি এলাকাতে ভাড়া নেয়া কোচিং সেন্টারে মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিংয়ের দিন অ্যান্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে মোঃ মশিউর রহমান রাসেল, আবু সুফিয়ান ও আলাউদ্দিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর জেলা প্রধান। সালাউদ্দিন জেলা প্রতিনিধি এবং মোঃ জুলহাস হোসেন জুলাস সদস্য হিসেবে সংগঠনকে সমর্থন, সংগঠনের জন্য চাঁদা প্রদান ও উত্তোলন, পরিকল্পনা ও প্ররোচনার দায়িত্ব পালন করে আসছিল।

ব্রিফিয়ে এ জানানো হয়, অসংখ্য সদস্য এ জঙ্গী সংগঠনটির সদস্য। প্রতি জেলায় এ সংগঠনটির সদস্য সক্রিয় আছে। একই সঙ্গে নিষিদ্ধ দলটি আর্থিকভাবে অন্য জঙ্গি দলের চেয়ে শক্তিশালী।