আজ পবিত্র শবে মেরাজ

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) পবিত্র শবে মেরাজ।
আজ রাতে মহান রাব্বুল আলামিনের রহমত কামনায় ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে-মসজিদে, নিজগৃহে কোরআনখানি, জিকির-আজগার এবং ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ উদযাপন করবেন।
আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত। আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।
মেরাজেই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয় এবং এ রাতেই প্রতিদিন ৫ বার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)।