অ্যামাজনের নামে ভুয়া সাইট খুলে শত কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৪
বরিশালমেট্রো নিউজ ডেস্ক: অ্যামাজনের নামে ভুয়া সাইট খুলে ১০০ কোটি টাকা পাচারে অভিযুক্ত ৩ চীনাসহ ৫ জন। তাদের মধ্যে ৪ জনকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা জানাচ্ছেন, এ কাজে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপ থাকা সাড়ে ৩ হাজার নিবন্ধিত সিম ব্যবহার করেছে তারা। দিয়েছেন ১৫-২০ মিনিটের কাজের জন্য ২ হাজার টাকা পর্যন্ত দেওয়ার প্রলোভন।
চীনে বসে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যামাজনের নামে সাইটখুলে ফেসবুক-হোয়াটসঅ্যাপে চটকদার বিজ্ঞাপন দিতেন ডেং শোয়াইমিং। তার সহযোগী হিসেবে ঢাকায় ছিলেন আরও দুই চীনা নাগরিক।
ভুয়া এই সাইটে বেচাকেনার প্রলোভনে ১০০ কোটি টাকা পাচারে অভিযুক্ত তারা ও ২ বাংলাদেশি। এ ঘটনায় ঝ্যাং সিং, ঝ্যাং ইরউয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। জানাচ্ছেন, শুধু এ কাজের জন্যই চীন থেকে দুই দফায় আসে ৪ জন।
ডিএমপির সাইবার ক্রাইমের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “তারা অ্যামাজনে পণ্য বিক্রি কথা বলে দেখাতো বড় মুনাফার প্রলোভন দেখাত। এ কাজে ব্যবহার করেছে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপ থাকা সাড়ে ৩ হাজার নিবন্ধিত সিম”।
“এভাবে ৬ মাসে তাদের হাতে প্রতারিত হয়েছেন কয়েক হাজার মানুষ”- বলেন মোহাম্মদ ইকবাল হোসাইন।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব বলেন, “এসব ঠেকাতে অনঅ্যারাইভাল ভিসার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে”।
সাইবার অপরাধের ঘটনায় ডিএমপিতে মামলা রয়েছে ৮টি। নানা সময়ে চীনের ৭ নাগরিকসহ গ্রেপ্তার করা হয়েছে ২০ জনকে।
আরিফিন রিয়াদ