অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ ২ জুন

অরুণা বিশ্বাসের ‘অসম্ভব’ ২ জুন

অরুণা বিশ্বাস নির্মিত প্রথম চলচ্চিত্র ‘অসম্ভবথ মুক্তি পাচ্ছে আগামী ২ জুন। এমনটাই নিশ্চিত করেছেন নির্মাতা। সরকারি অনুদানে নির্মিত ‘অসম্ভবথ ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। তাই মুক্তির জন্য  প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান যাত্রাভিশন। সিনেমার মূল গল্প প্রসূন বিশ্বাস মিঠুর এবং সংলাপ রচনা করেছেন প্রসূন বিশ্বাস মিঠু ও মুজতবা সউদ। সিনেমাটির প্রযোজনা উপদেষ্টা প্রসূন বিশ্বাস মিঠু। শুটিং করা হয় মানিকগঞ্জের জাবরা গ্রামে। 

‘অসম্ভব ‘ সিনেমার আফজাল চৌধুরী চরিত্রে অভিনয় করছেন আবুল হায়াত, কাজল চরিত্রে অরুণা বিশ্বাস, তার বিপরীতে সুমন চরিত্রে শতাব্দী ওয়াদুদ, রেখা চরিত্রে সোহানা সাবা, তার বিপরীতে সাগর চরিত্রে ‘গাজী আবদুন নূর, শান্ত চরিত্রে শাহেদ, তার বিপরীতে পুষ্পিতা চরিত্রে স্বাগতা এবং যাত্রা সমর্রাজ্ঞী জ্যোৎস্না বিশ্বাস চরিত্রে জ্যোৎস্না বিশ্বাস নিজেই অভিনয় করছেন। 

অরুণা বিশ্বাস বর্তমানে আছেন কানাডাতে। তার সন্তানের কাছে। শিগগিরই সেখান থেকে ফিরবেন। ফিরে এসেই তিনি সিনেমা মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহন করবেন বলে জানিয়েছেন। নিজের সিনেমা নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার সকল ভাবনা আমার নির্মিত প্রথম সিনেমা অসম্ভব নিয়ে। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে। আমার ভাই মিঠু অনেক কষ্ট করেছে। আমার মা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। এতে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই খুব সহযোগিতা করেছেন। শ্রম দিয়েছেন। যে কারণে অসম্ভব একটি ভালো সিনেমাতে পরিণত হয়েছে। আমার বিশ্বাস সিনেমাটি সকল শ্রেণির দর্শকের ভালো লাগবে।থ