ভারতে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবি এখন ‘জাওয়ান’
ধারণা আগে থেকেই ছিল। এবার তা বাস্তবে রূপ নিয়েছে। বলিউডের বক্স অফিসে তাণ্ডব চালিয়ে রেকর্ডের পর রেকর্ড গড়ে শীর্ষ স্থানটি দখল করে নিলো শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’। মুক্তির মাত্র ১৭ দিনেই ভারতে এর কালেকশন ছাড়িয়েছে ৫৪৬ কোটি রুপি।
এর আগে সর্বোচ্চ কালেকশনের রেকর্ডটি ছিল শাহরুখ খানেরই ছবি ‘পাঠান’র দখলে। চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া এই ছবি ভারতে ৫৪৩ কোটি রুপি কালেকশন করেছিল। সেই অংককে মাত্র ১৭ দিনেই টপকে গেলো অ্যাটলি কুমার নির্মিত ছবিটি।
মুক্তির পর থেকেই বিভিন্ন রেকর্ড গড়ে চলেছে ‘জাওয়ান’। যেমন- সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন (৭৫ কোটি রুপি), সর্বোচ্চ এক দিনের কালেকশন (৮০ কোটি রুপি) ও সর্বোচ্চ ওপেনিং উইক (৩৮৯ কোটি রুপি)। শুধু তাই নয়, এটি এখন সবচেয়ে দ্রুত সময়ে যথাক্রমে ১০০, ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা হিন্দি সিনেমা।
এদিকে বিশ্বব্যাপী কালেকশনেও নয়া নজির তৈরি করেছে ‘জাওয়ান’। কম সময়ে ৪০ মিলিয়ন ডলার কালেকশন করেছে এটি। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত নাগাদ ছবিটির বৈশ্বিক কালেকশন দাঁড়ায় ৯৮৯ কোটি রুপিতে। অর্থাৎ আজ রবিবারই (২৪ সেপ্টেম্বর) এটি হাজার কোটির সদস্য হয়ে যাচ্ছে।
বলা বাহুল্য, শাহরুখ খানই একমাত্র ভারতীয় তারকা, যিনি একই বছরে দুটো হাজার কোটি রুপি কালেকশনের ছবি উপহার দিয়েছেন। এর মাধ্যমে যেন আবারও প্রমাণ করলেন, তিনি ভারতীয় সিনেমার বাদশাহ।
উল্লেখ্য, ৩০০ কোটি রুপি বাজেটের ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। এছাড়া অতিথি চরিত্রে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস