অবিবাহিতদের জন্য আলাদা ফেসবুক চেয়ে জাকারবার্গের কাছে চিঠি

অবিবাহিতদের জন্য আলাদা ফেসবুক চেয়ে জাকারবার্গের কাছে চিঠি

বরাবর 

মার্ক জাকারবার্গ

প্রধান নির্বাহী কর্মকর্তা, মেটা ওরফে ফেসবুক।

বিষয়: অবিবাহিতদের জন্য পৃথক ফেসবুক চালু প্রসঙ্গে। 

জনাব, 

যথাবিহিত সম্মানপূর্বক সবিনয় নিবেদন এই যে আমি আপনার আবিষ্কৃত সামাজিক গণমাধ্যম ফেসবুকের একজন অ্যাকটিভ ইউজার এবং লাইকার। আপনার নিকট জরুরি একটি আরজি পেশ করতে চাই। 

রিলেশনশিপ স্ট্যাটাস মারফত আপনার নিশ্চয়ই জানা আছে, আমি এখনো অবিবাহিত তথা সিঙ্গেল। কিন্তু বিশ্বব্যাপী মহাসমারোহে চলছে বিবাহের মৌসুম। ফেসবুক যেহেতু ফেসবুকারদের জীবনেরই প্রতিচ্ছবি, সেহেতু ফেসবুকের হোমপেজও বিবাহের ছবি ও ‘রিলেশনশিপ স্ট্যাটাস: ম্যারেড’ দিয়ে সয়লাব হয়ে গেছে। 

মানে ভাই কষ্টের কথা কী আর বলব? নিজের কথায় নিজেরই স্যাড রিঅ্যাক্ট দিতে মনে চায়। সকালে ঢুকে দেখি বান্ধবীর বিয়ে। দুপুরে দেখি বান্ধবীর ননদের বিয়ে। বিকেলে বান্ধবীর সাবেক ক্রাশের বিয়ে। নায়ক, নায়িকা, ইনফ্লুয়েন্সার—তাঁদের বিয়েও তো আমাদেরই তাকিয়ে তাকিয়ে দেখতে হয়। সাবেক প্রেমিকা, সাবেক ক্রাশ, বর্তমান ক্রাশ, তাঁদের বিয়ের কথা বাদই দিলাম। মাঝেমধ্যে মনে হয় অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করে গুগল প্লাসে চলে যাই। কিন্তু কী আর করা, ফেসবুক দেখা ছাড়া তো আমার আর কোনো কাজ নাই। এমনকি ‘সারা দিন শুধু ফেসবুক! ফেসবুক না দেখে একটু আমাকে দেখলেও তো পারো, ’ বলে কপট রাগী চোখে তাকানোরও কেউ নাই (দীর্ঘশ্বাসের ইমো)।

জাকারবার্গ ভাই, আমরা আর পারছি না। দম বন্ধ হয়ে আসছে। ফেসবুকে ঢুকলেই মনে হয় কোনো বিয়েবাড়িতে চলে এসেছি। প্রতিবছর এই এক যন্ত্রণায় আর টেকা যাচ্ছে না। আমাদের অস্তিত্ব আজ হুমকির মুখে। বিবাহিতদের বিয়ের ছবিতে লাইক এবং ইচ্ছার বিরুদ্ধে লাভ রিঅ্যাক্ট দিতে দিতে আজ আঙুলে পচন ধরেছে। এই বিয়ে কি আর যেনতেন বিয়ে। গায়েহলুদ, পিঠে পেঁয়াজ, মাথায় মরিচ, প্রি-ওয়েডিং, পোস্ট-ওয়েডিং, অমুক রাত, তমুক সন্ধ্যা, ছবির কোনো শেষ নাই। চিনচিনে ব্যথায় ভরে যায় আমাদের এই হৃদয়!

শুধু বিয়ে পর্যন্ত হলে নাহয় তা-ও মেনে নেওয়া যেত। বিয়ের পর আসে হানিমুন, শুরু হয় ভয়াবহ ছবি-সন্ত্রাস। ভুটান, নেপাল, সুইজারল্যান্ড, থাইল্যান্ড—এসব দেশে ঘোরাঘুরির ছবিও আমাদের দেখতে হয়। হানি ও মানি না থাকায় আমরা অবিবাহিত তরুণসমাজ আজ হতাশায় পর্যবসিত। আমরা মনে করি, অবিবাহিত সম্প্রদায়কে হতাশার বেড়াজালে আটকে ফেলার এ এক বিরাট চক্রান্ত।

যেই সমাজে বিবাহ এখন ট্রেন্ড, মনের কথা কাকে করি সেন্ড? জাকারবার্গ ভাই, আমরা অবিবাহিতরা আজ কোণঠাসা। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড চাই। তারা থাকুক তাদের বিয়ের ছবি নিয়ে, আমরা থাকি আমাদের ‘অবিবাহিত’ ট্যাগ নিয়ে। যেই সমাজে অবিবাহিতদের কোনো জায়গা নেই, সেখানে আমরা থাকতে চাই না। এই সমাজ যদি আমাদের না মেনে নেয়, তাহলে আমরা চাই পৃথক সমাজ।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, আমাদের কোমলমতি অবিবাহিত সম্প্রদায়ের জন্য পৃথক ফেসবুক চালু করতে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক