শেষ মুহুর্তে বিপিএলে এলেন মঈন-রাজাপাকসে

শেষ মুহুর্তে বিপিএলে এলেন মঈন-রাজাপাকসে
বিপিএল এখন শেষ পর্যায়ে। কোন চারটি দল ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে তাও চূড়ান্ত। আগামীকাল প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। একই দিন প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানস মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। আর তাই শেষ মুহূর্তে শক্তি বাড়াতে পরীক্ষিত তারকাদের নিয়ে আসছে দলগুলো।
গতকাল কুমিল্লায় যোগ দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। আর বরিশাল নিয়ে এসেছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে। নিজ নিজ ফেসবুকে পেজে এই তারকাদের আসার বিষয়টি নিশ্চিত করেছে দলগুলো। 
ফেসবুকে মঈনের ছবি পোস্ট করে কুমিল্লা লিখেছে, ‘বিপিএল মাতাতে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। মঈন আলীকে কুমিল্লা ভিক্টোরিয়ানস পরিবারে স্বাগতম।’ 
১২ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপপর্ব শেষ করেছে কুমিল্লা। এখন আরেক ম্যাচ জিতলেই শিরোপা ধরে রাখার শেষ ধাপে পৌঁছে যাবে দলটি। তবে হেরে গেলেও তাদের সুযোগ থাকবে। সে ক্ষেত্রে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততেই হবে তাদের। এর মধ্যে মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানে ফিরে গেছেন। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মঈনকে এনে নিজেদের শক্তি বাড়াল কুমিল্লা। 
কুমিল্লার মতো একইভাবে শেষ মুহূর্তে বরিশাল নিয়ে এসেছে লঙ্কান ব্যাটসম্যান রাজাপাকসে। এই ব্যাটসম্যানের আসার খবর নিশ্চিত করে বরিশাল তাদের ফেসবুকে লিখেছে, ‘দলে যোগ দিতে শ্রীলঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষে ঢাকায় এসে পৌঁছেছেন।’
এবারের বিপিএলের গ্রুপপর্বে ১২ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে থেকে শেষ করেছে বরিশাল। ফাইনাল খেলতে হলে তাদের পেরোতে হবে আরও দুটি ম্যাচের বাধা। আগামীকাল প্রথম এলিমিনেটরে রংপুরকে হারাতে পারলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে তারা। সেই ম্যাচটি জিতেই ফাইনাল খেলতে হবে বরিশালকে।